

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ গুরুতর অনিয়ম ও দায়িত্বহীন আচরণের অভিযোগে দুইজন সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বরখাস্ত হওয়া নার্সরা হলেন- নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল এবং সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।
রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দের স্বাক্ষরে পৃথক আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
আদেশে বলা হয়, ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের ভেতরে গ্যাসের চুলায় রান্না করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে রোগীর নিরাপত্তা, জনস্বাস্থ্য ও নার্সিং পেশার মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমন কর্মকাণ্ড হাসপাতালের সংবেদনশীল অপারেশন থিয়েটারের পরিবেশ এবং স্বাস্থ্যসেবার মৌলিক নীতিমালার পরিপন্থী বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নার্সরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অপারেশন থিয়েটারের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাগত মান বজায় রাখার দায়িত্বে থাকলেও অনিয়ম রোধে কার্যকর তদারকি ও নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাদের এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী গুরুতর অসদাচরণের শামিল।
এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে আদেশ জারির দিন থেকেই দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা পাবেন।
এদিকে, অপারেশন থিয়েটারে রান্নার ঘটনায় আরও কয়েকজন নার্স ও চিকিৎসকের সম্পৃক্ততার অভিযোগ থাকলেও শুধু ভিডিওতে দৃশ্যমান দুই নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন সেবাগ্রহীতারা।
সাজ্জাদ ইসলাম নামে এক রোগীর স্বজন বলেন, দীর্ঘদিন ধরে এমন স্পর্শকাতর জায়গায় অনিয়ম চললেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর শুধু দৃশ্যমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এ ঘটনায় নার্সদের পাশাপাশি গাইনি বিভাগের কয়েকজন চিকিৎসকও জড়িত থাকতে পারেন, ফলে তদন্ত প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সাময়িক বরখাস্তের আদেশের কপি তারা পেয়েছেন এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সম্প্রতি ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্না, অবাধ চলাচল ও শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতি মা ও নবজাতকের সংক্রমণের ঝুঁকি বাড়ছে- এমন অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর থেকেই দেশজুড়ে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মন্তব্য করুন

