

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনের দিনই ভোটাররা গণভোটে তাদের মত প্রকাশের সুযোগ পাবেন। এই গণভোটে মোট চারটি সুনির্দিষ্ট প্রশ্ন থাকবে, যেখানে নাগরিকরা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে পারবেন। একই সঙ্গে তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন এবং জানান যে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি প্রস্তাবিত গণভোটের প্রচারণায় সরাসরি অংশ নেবে অন্তর্বর্তী সরকার।
রবিবার ( ১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গণভোটে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সাম্প্রতিক বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে প্রেস সচিব বলেন, এবারের নির্বাচনে ইইউ একটি বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাবে। বিগত তিনটি নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় তারা কোনো পর্যবেক্ষক পাঠায়নি, তবে এবার তারা ইতিবাচক। সরকার কোনো বিশেষ দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না এবং নির্বাচনে একটি প্রকৃত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা ‘মিসইনফরমেশন’ ছড়িয়ে দেওয়ার বিষয়টিকে চিহ্নিত করেছে সরকার। শফিকুল আলম সতর্ক করে বলেন, পতিত সরকারের অনুসারীরা নির্বাচন ঘিরে বিভ্রান্তি ছড়াতে পারে, তবে আইনশৃঙ্খলা বাহিনী এসব মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। কোনো ধরনের গুজব যাতে সাম্প্রদায়িক রঙ না পায়, সে বিষয়েও তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে নরসিংদীর মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যাকাণ্ডের বিষয়টিও স্পষ্ট করা হয়। সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, এটি কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না, বরং পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। স্পর্শকাতর বিষয়ে কোনো বিবৃতি দেওয়ার আগে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকে তথ্য যাচাই-বাছাই করার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মন্তব্য করুন

