বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোরের আলো ফোটার আগেই জনতার মহাসমুদ্র পূর্বাচলে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠান
expand
রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরে আসছেন।

এ উপলক্ষে দলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তবে ভোরের আলো ফোটার আগেই জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পূর্বাচলের পুরো ৩০০ ফিট সড়ক।

ব্যানার, ফেস্টুন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির দলীয় পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা। শীতের কনকনে ঠাণ্ডা হাওয়া উপেক্ষা করে রাত পেরিয়ে অপেক্ষায় আছেন দলটির হাজারো নেতাকর্মী।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পূর্বাচলের রাস্তাতেই রাত কাটিয়েছেন তারা। তবুও এক ফোঁটা ক্লান্তি কারও চোখে-মুখে; বরং চারপাশে উৎসবের আমেজ।

সরেজমিনে দেখা যায়, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সড়কের সঙ্গে সংযুক্ত সবগুলো রাস্তায় মাঝরাতেও অসংখ্য নেতাকর্মী ও সমর্থকেরা অবস্থান নিয়েছেন। এছাড়াও বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সড়ক থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত কোথাও তিল ধারণের জায়গা নেই।

তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। উপস্থিত সবার মনেই উৎসবের আমেজ। সবার মুখে মুখে ফিরছে একটিই স্লোগান- লিডার আসছে।

এদিকে রাতভর সমাবেশস্থলের আশপাশে কাঁথা-কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর আয়োজন করছেন অনেকেই। রাস্তায় পাটি, পলিথিন বিছিয়ে পাতলা কম্বল গায়ে জড়িয়ে শুয়ে থাকতে দেখা যায় নেতাকর্মীদের।

কেউ কেউ আবার সড়ক বিভাজকে গাছের ফাঁকে নিজেদের শোবার জায়গা করে নিয়েছেন। কেউবা আগুন জ্বালিয়ে চেষ্টা করে চলেছেন নিজেকে উষ্ণ রাখার। কিন্তু কেউই চলে যাচ্ছেন না। শীত যেনো হার মেনেছে এই নেতাকর্মীদের কাছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে, বোয়িং উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

সেখানে এক ঘণ্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে এবং ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি নির্ধারিত রয়েছে। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। ফ্লাইটে তারেক রহমানের বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য, তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের পোষা বিড়াল। এছাড়া সঙ্গে আছেন মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X