সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিকডু শিক্ষক সমিতির আয়োজনে জার্নাল ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নিকডু অডিটোরিয়ামে শিক্ষক সমিতির আয়োজনে একটি জার্নাল (JNIKDU) ও শিক্ষক সমিতির গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করা হয় এবং সেই সাথে সদ্য পাসকৃত (এফসিপিএস, এম এস ও এম ডি) ও সদ্য প্রমোশনপ্রাপ্ত চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হয়।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আলী।

শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ, মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশী জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি,সদ্য শাহাদাত বরণকৃত শহীদ ওসমান হাদীসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ডাঃ মশিউর আরেফিন রুবেল। সঞ্চালনায় ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ শাহরিয়ার মোঃ কবির হাসান (পল্লব)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ সৈয়দ আলফা সানী,শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডাঃ শাহে নেওআজ দেওয়ান, ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মো শওকত আলম , নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডাঃ আনম এহসানুল করিম , ট্রান্সপ্লান্ট ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফজল নাসের, শিশু ইউরোলজি বিভাগের অধ্যাপক ডাঃ ফয়সাল ইসলাম,শিশু নেফ্রোলজি বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কবির আলম, অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ তানভীর আলম , রেডিওলজি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ তাহমিনা ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোরশেদ আলম।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালটির উপ-পরিচালক ডাঃ মোঃ হাসিবুর রহমান, সহকারি পরিচালক ডাঃ মাসুদ পারভেজ,আবাসিক সার্জন ডাঃ সানাউল্লাহ সানু, ডাঃ শেখ আমিরুল ইসলাম, আবাসিক চিকিৎসক ডাঃ সৈয়দ রানা কবির, ডাঃ রাশেদুল ইসলাম, সহ সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা নার্স ও কর্মচারীবৃন্দ।

স্বাগত বক্তব্যে সহযোগী অধ্যাপক ডাঃ শাহ নেওয়াজ দেওয়ান বলেন, ০৫ই আগস্টের পরবর্তীতে শিক্ষক সমিতি গঠনের প্রক্রিয়ার আলোকপাত করেন, শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উল্লেখ করে বলেন যার ইচ্ছাতেই নিকডুর পথচলা শুরু হয়েছিল। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানটিতে ২০২৫ শে জানুয়ারি ও জুলাই সেশনের দুইটি জার্নাল ও শিক্ষক সমিতির গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করা হয়, শেষে ২০ জন সদ্য উচ্চতর ডিগ্রি প্রাপ্ত চিকিৎসকদের সম্বর্ধনা এবং ৪২ জন চিকিৎসক পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয় । অনুষ্ঠানে বক্তাগণ জার্নাল প্রকাশের বিভিন্ন দিক তুলে ধরেন। বিগত এক বছরে নিকডু কতটুকু চিকিৎসা বান্ধব রয়েছে তা উল্লেখ করেন। বক্তারা বলেন হাসপাতালটিতে এখন প্রতিনিয়ত ৬ টি ওটিতে শৈল চিকিৎসা প্রদান হয়ে আসছে। ৪৪ টি কিডনি প্রতিস্থাপন সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। গত এক মাসে প্রায় পাঁচটি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। বহিঃ বিভাগে প্রতিনিয়ত প্রায় দেড় সহস্রাধিক রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আলফা সানি তার বক্তব্যে বলেন, সবাইকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে, হাসপাতালকে এগিয়ে নিয়ে যাওয়া সকলের দায়িত্ব কর্তব্য, আমরা সবাই মিলে হাসপাতালের চিকিৎসা সেবা এগিয়ে নিয়ে যাবো এবং শিক্ষক প্রতি আমার আহবান আপনাদের এই নতুন নেতৃত্বের মধ্য দিয়ে শিক্ষক সমিতি তাদের কাজ আরও দৃঢ়তার সাথে পরিচালনা করবে বলে আমি বিশ্বাস করি।

সভাপতি অধ্যাপক ডাঃ মশিউর আরেফিন রুবেল তার বক্তব্যে বলেন,ভবিষ্যতে নিকডু একটি আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্রে পরিণিত হবে।

তিনি আরো বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে নিকডু অতি দ্রুত সেন্টার অফ এক্সিলেন্সিতে পরিণত হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X