সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে প্রকাশ্যে নির্মাণ কর্মকর্তাকে গুলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
বনানী থানার ফাইল ছবি
expand
বনানী থানার ফাইল ছবি

রাজধানীর মহাখালী এলাকায় মুখে মাস্ক পরে এসে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক নির্মাণ কর্মকর্তাকে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা।‎

‎রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় মহাখালীর টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে।‎

আহত নাজিমুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে।‎

‎আহতের ছোট ভাই আজিম উদ্দিন জানান, নাজিমুদ্দিন মহাখালীতে নার্সিং ইনস্টিটিউটের নির্মানাধীন একটি ভবনের সাইট ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

রোববার বিকেলে হঠাৎই ৮-১০ জন সন্ত্রাসী মাস্ক পরে এসে একজন প্রকৌশলীকে খুঁজতেছিল। এসময় নাজিমুদ্দিনকে মারধর করে।

পরে হুমকি দিয়ে চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা নাজিমুদ্দিনকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাঁ-পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।‎

‎এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘মহাখালী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে গুলির ঘটনা ঘটেছে। আমরা কাজ করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X