

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম থানা পরিদর্শনে গিয়ে এ আদেশ দেন।
ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন, মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশনস) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।
ডিএমপির একটি সূত্র জানায়, কমিশনারের নির্দেশনা রয়েছে, কোনো থানা এলাকায় রাজনৈতিক মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে। এর অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান অতিরিক্ত কমিশনার। এ সময় তিনি দেখতে পান, দায়িত্বে থাকা কর্মকর্তারা মিছিল নিয়ন্ত্রণে তৎপর না থেকে খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদর দপ্তরে এবং পরিদর্শক (অপারেশনস) ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন

