বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তা প্রকল্পে আগ্রহী চীন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
expand
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ এবং এ জন্য ঋণও চেয়েছে ঢাকা। প্রকল্পটিতে বেইজিংয়েরও গভীর আগ্রহ রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে তিস্তা প্রকল্প যাচাই করতে বাংলাদেশে আসবে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সূত্র জানায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে চীন ইতিবাচক অবস্থানে আছে।

রাষ্ট্রদূত সচিবকে জানান, প্রকল্পটি নিয়ে বেইজিং বেশ আগ্রহী এবং বাংলাদেশও এটিকে ইতিবাচকভাবে নিয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি, চীনের অর্থায়নে বাংলাদেশে হাসপাতাল নির্মাণসহ অন্যান্য প্রকল্পের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক সুশাসন উদ্যোগে (জিজিআই) যোগ দিতে বাংলাদেশকে দেওয়া আমন্ত্রণ নিয়েও আলাপ হয়। রাষ্ট্রদূত জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে চীনের বিনিয়োগ ৮০ কোটি ডলারের বেশি হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

গত মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরের পর তিস্তা প্রকল্প এগিয়ে নিতে কাজ শুরু করে সরকার। এর ধারাবাহিকতায় মে মাসে পানিসম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে চিঠি পাঠায়। পরে জুলাইয়ে ইআরডি চীনা দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ৫৫ কোটি ডলার ঋণের অনুরোধ জানায়। ঢাকা চায় চলতি বছরের মধ্যেই আর্থিক চুক্তি সই হোক।

প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় হবে ৭৫ কোটি ডলার, যার মধ্যে ৫৫ কোটি আসবে চীনের ঋণ থেকে, বাকিটা সরকারি অর্থায়নে। ২০২৬ সালে কাজ শুরু হয়ে ২০২৯ সালে শেষ করার পরিকল্পনা রয়েছে।

অতীতে ভারতও প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল। ২০২৪ সালের মে মাসে ঢাকায় সফররত ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে আওয়ামী লীগ সরকার চাইত, ভারতই প্রকল্পে অর্থায়ন করুক। সে সময় শেখ হাসিনা বলেছিলেন, “চীন প্রস্তুত আছে, কিন্তু আমি চাই এটা ভারত করুক।”

তিস্তা প্রকল্প নিয়ে আগেই রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছিলেন, বেইজিং এতে আগ্রহী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকা নেবে এবং সেটিকে চীন সম্মান জানাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X