

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত বছরের জুলাই-অগাস্টে দেশব্যাপী গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে গঠিত মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ের মূল অংশ পাঠ করছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। তিনি জানিয়েছেন, পুরো রায়টি ৪৫৩ পৃষ্ঠা জুড়ে এবং এটি ছয়টি পৃথক ভাগে উপস্থাপন করা হবে।
ট্রাইব্যুনাল গঠনে তার সঙ্গে আরও রয়েছেন সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সম্পূর্ণ রায় পড়তে মোটামুটি এক ঘণ্টা সময় লাগতে পারে। প্রসিকিউশন পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত রয়েছেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত কয়েকজনের স্বজন ও আন্দোলনে অংশগ্রহণকারী কিছু ব্যক্তি। তাদের মধ্যে আছেন নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামছি আরা জামান এবং নিহত মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। এছাড়াও উপস্থিত আছেন আন্দোলনে আহত কয়েকজন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে রায় ঘোষণার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।
মন্তব্য করুন
