

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রাখার আদেশ দেন।
এর আগে, ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট এই মামলায় সব আসামিকে খালাস দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। দীর্ঘ শুনানি শেষে আজ আপিল বিভাগ চূড়ান্ত রায় ঘোষণা করে।
২০০৪ সালের ২১ আগস্টের হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন, আহত হন বহু নেতা-কর্মী। ওই ঘটনার পর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়। প্রাথমিক তদন্তে গাফিলতি, বিভ্রান্তি ও নাটকীয়তা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে ২০০৭ সালে নতুন করে তদন্ত শুরু হয় এবং পর্যায়ক্রমে দুই দফায় মোট ৫২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায়ে লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
তবে হাইকোর্টে আপিল শুনানির পর বলা হয়, মামলার তদন্তে নিরপেক্ষতা নিশ্চিত হয়নি এবং সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি। আদালত পর্যবেক্ষণ দেয়, এত ভয়াবহ ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া দেশের জন্য দুঃখজনক।
আজকের রায়ের মাধ্যমে প্রায় দুই দশক ধরে আলোচিত এই মামলার বিচারিক অধ্যায়ের চূড়ান্ত নিষ্পত্তি হলো।
মন্তব্য করুন

