শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার পরিবারের দুদকের ৬ মামলার কয়েকটির রায় নভেম্বরের মধ্যে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ‌ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের ৬টি মামলা চলমান রয়েছে, যার মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষে আগামী নভেম্বরের মধ্যেই কিছু মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ‌ করেছেন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

এছাড়া টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতির যে মামলা স্থগিতাদেশ আছে মাধ্যমে তা আপিলের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল‌ বাংলাদেশ-টিআইবি’র সাথে পাঁচ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, টিআইবির সঙ্গে আমাদের আনুষ্ঠানিক সম্পর্কের ১০ বছর পূর্তি হলো। এবার পাঁচ বছরের জন্য সমঝোতা চুক্তি করেছি। আমাদের লক্ষ্য একই বাংলাদেশের মঙ্গল।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ২০১৫ সাল থেকে দুদকের সঙ্গে সমঝোতা স্মারক কার্যকর রয়েছে। এবারের সহযোগিতায় যৌথ গবেষণা, তথ্য সংগ্রহ, প্রশিক্ষণ এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির কার্যক্রম বেগবান করার ওপর জোর দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা দুদকের ওয়াচডগ এবং একই সঙ্গে সহযোগী। ঘাটতি চিহ্নিত করে আমরা পরামর্শ দেই, পাশাপাশি দুদকের সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করব।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে সকল দল মোটামুটি সম্মত হয়েছে, দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই। রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলেই দুদক স্বাধীন হবে বলেও মন্তব্য করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন