রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম
হাইকোর্ট
expand
হাইকোর্ট

জাতীয় পার্টি (জাপা) এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন কেন অবৈধ ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সংশ্লিষ্ট রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখতে চেয়ে দায়ের করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছিলেন আদালত।

সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাওয়া হয়, ১০ জানুয়ারি পর্যন্ত যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তাদের কেউ আপিল করেছেন কি না এবং কোনো প্রার্থী পুনরায় বৈধতা পেয়েছেন কি না। এসব তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়ে শুনানি মুলতবি করা হয়।

এরও আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুরের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X