রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির
expand
সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলাটি করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম, আর ইসলাম ধর্মে বিশ্বাসীদের কাছে ধর্ম ও ধর্মীয় রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলামে আল্লাহকে নিরাকার বলে মানা হয়, এবং মুসলমানরা তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখেন, যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন বলে বিশ্বাস করেন।

অন্যদিকে, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি করে পূজা-অর্চনা করেন। তাই রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা একই উদাহরণে উপস্থাপন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন বক্তব্য মুসলিমদের কাছে আপত্তিকর হওয়ায় এটি অস্থিরতা ও উদ্বেগ তৈরি করতে পারে।

অভিযোগে আরও বলা হয়েছে, আসামি শিশির মনির ইচ্ছাকৃতভাবে ইউটিউব চ্যানেল ডিএসএন–এর একটি ভিডিওতে ‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X