শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউটিউব প্লে বাটন পাওয়ার প্রক্রিয়া জানুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ইউটিউব প্লে বাটন পাওয়ার প্রক্রিয়া হল নির্দিষ্ট সংখ্যক সাবস্ক্রাইবার অর্জন করা এবং ইউটিউবের কমিউনিটি নির্দেশিকা ও অন্যান্য শর্তাবলী মেনে চলা। একটি চ্যানেল যখন নির্দিষ্ট সাবস্ক্রাইবার মাইলফলক অর্জন করে, তখন ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে একটি পর্যালোচনা করে এবং যোগ্য চ্যানেলকে প্লে বাটন পাঠায়।

সিলভার প্লে বাটন

সাবস্ক্রাইবার: ১ লাখ সাবস্ক্রাইবার অর্জন করতে হবে।

প্রক্রিয়া: চ্যানেলটি সক্রিয় থাকতে হবে, কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে এবং মূল ও নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে।

যোগ্যতা: ১ লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর ইউটিউব চ্যানেলটি পর্যালোচনা করবে এবং যোগ্য হলে আপনাকে প্লে বাটন পাঠাবে।

গোল্ড প্লে বাটন

সাবস্ক্রাইবার: ১ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে হবে।

প্রক্রিয়া: চ্যানেলটি অবশ্যই বাস্তব সাবস্ক্রাইবার ব্যবহার করবে, কোনো প্রকার সাবস্ক্রাইবার বুস্টিং বা প্রতারণামূলক কার্যকলাপ করা যাবে না।

যোগ্যতা: ১ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জনের পর ইউটিউব টিম একটি ম্যানুয়াল পর্যালোচনা করবে।

ডায়মন্ড প্লে বাটন

সাবস্ক্রাইবার: ১ কোটি সাবস্ক্রাইবার অর্জন করতে হবে।

প্রক্রিয়া: উপরে উল্লেখিত সকল শর্ত প্রযোজ্য।

যোগ্যতা: ১ কোটি সাবস্ক্রাইবার অর্জনের পর ইউটিউব চ্যানেলটি পর্যালোচনা করবে।

প্লে বাটন কেবল সাবস্ক্রাইবার সংখ্যার উপর নির্ভর করে না, বরং চ্যানেলের কার্যকলাপ এবং ইউটিউবের নীতি মেনে চলার উপরও নির্ভর করে।

যোগ্যতা অর্জনের পর, ইউটিউব আপনাকে একটি কোড পাঠাতে পারে যা ব্যবহার করে আপনি আপনার প্লে বাটন অর্ডার করতে পারবেন।

সঠিক পদ্ধতিতে আবেদন করতে এবং বাটনটি পেতে ইউটিউব চ্যানেলের 'Creator Studio' বা 'YouTube Studio' অপশনগুলি দেখতে পারেন। সেখানে 'Awards' বা 'Banners' নামে একটি অপশন থাকতে পারে, যেখানে আপনি আপনার প্লে বাটন দাবি করতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন