মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গুগল সার্চে হঠাৎ সূর্যগ্রহণ

Solar Eclipse 2025
এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ পিএম
গুগল সার্চে সূর্যগ্রহণ
expand
গুগল সার্চে সূর্যগ্রহণ

বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ এবার জায়গা করে নিয়েছে গুগলের সার্চে। জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি ব্যবহারকারীদের জন্য চালু করেছে এক অভিনব ইন্টারঅ্যাকটিভ ফিচার।

যখন কেউ গুগলে ‘Solar Eclipse’ বা ‘সূর্যগ্রহণ’ লিখে খোঁজেন, তখন হঠাৎ করেই পুরো স্ক্রিনে নেমে আসে অন্ধকার। ধীরে ধীরে দেখা যায় চাঁদ সূর্যকে ঢেকে ফেলছে, ঠিক যেন বাস্তবেই গ্রহণ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর আবার আলো ফিরে আসে, আর ব্যবহারকারীরা চাইলে ক্লিক বা টাচ করে সেই অন্ধকার সরিয়ে ফেলতে পারেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এমন সৃজনশীল উদ্যোগ শুধু তথ্য জানার সুযোগই তৈরি করে না, বরং ব্যবহারকারীদের জন্য বাড়তি বিনোদন ও কৌতূহলের পরিবেশও তৈরি করে। তরুণদের কাছে এটি কেবল সার্চ নয়, বরং এক ধরনের ডিজিটাল অভিজ্ঞতা।

যেহেতু সূর্যগ্রহণ সব জায়গায় দৃশ্যমান হয় না, তাই যেসব অঞ্চলে ঘটনাটি সরাসরি দেখা সম্ভব নয়, সেখানকার মানুষও গুগলের এই ফিচারের মাধ্যমে অন্তত গ্রহণের অনুভূতি পেতে পারেন।

এই উদ্যোগ আবারও প্রমাণ করল, গুগল প্রযুক্তিকে শুধু তথ্য প্রদানের মাধ্যম হিসেবেই সীমাবদ্ধ রাখছে না, বরং একে এক অনন্য অভিজ্ঞতায় রূপ দিচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন