

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হাইকোর্টের নির্দেশে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম সারাদেশের সব উপজেলা পর্যায়ে পাঠানোর নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই নির্দেশনা অনুযায়ী, সকল সিভিল সার্জন তাদের এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করবেন।
শনিবার (৮ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক আসরাফ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে, একটি রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট ১৮ আগস্টের আদেশে জানিয়েছিলেন, উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম দ্রুত পৌঁছে দিতে হবে। নির্দেশের মধ্যে ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি জানাতে বিবাদীদের ২৮ অক্টোবরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
মন্তব্য করুন
