রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাদি কোমায়: ‘বি নেগেটিভ’ রক্ত দরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
শরীফ ওসমান হাদী
expand
শরীফ ওসমান হাদী

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি জানান, কিছুক্ষণ আগে ওসমান হাদিকে হাসপাতালে আনা হয়েছে এবং বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ বিকাল ৩টায় জানানো হয়েছে, তার জন্য জরুরি ভিত্তিতে ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন। রক্তদাতাদের যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, বর্তমানে তিনি কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ।

তিনি বলেন, হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X