রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এদেশে সন্ত্রাসের রাজনীতি চলতে পারে না: হাদির গুলিবদ্ধের ঘটনায় শিবির সভাপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
ওসমান হাদি ও জাহিদুল ইসলাম
expand
ওসমান হাদি ও জাহিদুল ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয় বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি বলেন, ওসমান হাদীকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে আছেন।

এদিকে হাদির গুলিবিদ্ধের ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ইনকিলাব মঞ্চের উসমান হাদী গুলিবিদ্ধ। এ ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই।

দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার করতে হবে। বাংলাদেশের জমিনে কোনো সন্ত্রাসের রাজনীতি চলতে পারে না।

শহীদের প্রজন্ম এই নোংরা রাজনীতির কবর রচনা করবে ইনশাআল্লাহ।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X