রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যিনি ‘হুররেম সুলতান’, তিনিই ‘মেরিয়েম উজারলি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম
তুরস্কের অভিনেত্রী মেরিয়েম উজারলি
expand
তুরস্কের অভিনেত্রী মেরিয়েম উজারলি

যিনি পর্দায় ‘হুররেম সুলতান’, বাস্তবে তিনি তুরস্কের অভিনেত্রী মেরিয়েম উজারলি। জনপ্রিয় ঐতিহাসিক ধারাবাহিক ‘সুলতান সুলেমান’-এ হুররেম চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি।

অনেক দর্শকের কাছেই তার আসল নামের চেয়ে চরিত্রের নামই বেশি পরিচিত হয়ে উঠেছে।

দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিকে অভিনয়ের ফলে মেরিয়েম উজারলি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের দর্শকদের কাছে সিরিয়ালটি দারুণ জনপ্রিয়তা পায়, আর সেই সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে হুররেম সুলতানের চরিত্রটি।

তবে ক্যারিয়ারের শীর্ষ সময়ে থাকলেও এখন আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না তাকে। পরিবার ও সন্তানদের সময় দিতেই বেশি আগ্রহী এই অভিনেত্রী। বর্তমানে তিনি জার্মানির বার্লিনে বসবাস করছেন এবং দুই কন্যা লারা ও লিলিকে নিয়েই তার ব্যস্ত সময় কাটছে।

মাঝেমধ্যে অভিনয়ে ফিরলেও সামাজিক যোগাযোগমাধ্যমেই এখন বেশি সক্রিয় মেরিয়েম উজারলি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭৮ লাখের বেশি। দর্শকদের কাছে তিনি আজও মূলত সেই স্মরণীয় নামেই পরিচিত—হুররেম সুলতান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X