শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘কলকাতা আমার দ্বিতীয় বাড়ি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
expand
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান ঢাকার পাশাপাশি কলকাতায়ও সমানভাবে কাজ করে যাচ্ছেন। কাজের সূত্রে তিনি প্রায়ই কলকাতায় থাকেন, আর শহরটিকে নিজের দ্বিতীয় বাড়ি বলেই মনে করেন। দুর্গাপূজার সময়টাও সেখানেই কাটাতে পছন্দ করেন অভিনেত্রী।

চলতি মাসের ৭ সেপ্টেম্বর তিনি কলকাতায় যান। অংশ নেন এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড আয়োজিত ‘গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ। মঞ্চে উঠে আনন্দ প্রকাশ করে বলেন, এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত খুশি। একই সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং উৎসবকে ঘিরে নিজের পরিকল্পনা ভাগ করে নেন।

জয়া বলেন, পূজার সময়ে কলকাতার আমেজ তাকে টানে। তাই এবারও উৎসবের দিনগুলো সেখানেই কাটাবেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি ইনফ্লুয়েন্সারদের ভূয়সী প্রশংসা করেন। জয়ার মতে, কোনো চলচ্চিত্র মুক্তির পর সেটিকে দর্শকদের কাছে পৌঁছে দিতে কনটেন্ট ক্রিয়েটররা বড় ভূমিকা রাখেন। তাদের তৈরি ভিডিও অনেক সময় ছবির জনপ্রিয়তা বাড়াতে সহায়তা করে।

‘ডিয়ার মা’, ‘পুতুল নাচের ইতিকথা’র মতো ছবিতে দারুণ অভিনয়ের মধ্য দিয়ে তিনি ইতোমধ্যেই সমালোচক ও দর্শক—দু’দিক থেকেই প্রশংসা অর্জন করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন