

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বরাবরই চরিত্রের প্রয়োজনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
আসন্ন সিনেমা ‘সোলজার’-এ তিনি হাজির হচ্ছেন এক ভিন্ন আঙ্গিকে—দৃঢ় চাহনি, ঘন গোঁফ আর দেশপ্রেমিক সৈনিকের রূপে। আর সেই গোঁফে বাজিমাত করেছেন তিনি।
এই নতুন লুক নিয়েই এখন শাকিব ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ। কেউ ভাবছেন এটি মেকআপের কাজ, কেউ আবার ধরে নিয়েছেন কৃত্রিম গোঁফ। তবে অভিনেতা নিজেই জানালেন আসল রহস্য।
রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিব খান মজার ছলেই বলেন,
“অনেকে জানেন না, এই গোঁফটা পুরোপুরি আসল! শুটিং শেষে মেকআপ টিম যখন আমার মেকআপ তুলতে যায়, তখন আমি মজা করে বলি—‘গোঁফটাও খুলে দাও।’ তারা বেশ কৌতূহল নিয়ে টানাটানি করে শেষে বলে—‘আরে, এটা তো আসল!’ তখন আমি বেশ হাসি।”
নতুন লুক নিয়ে তিনি আরও বলেন, “ভক্তরা আমার এই চেহারা বেশ পছন্দ করেছে। চরিত্রের প্রয়োজনে একটু পরিবর্তন আনতে হয়েছে, কিন্তু আমি নিজেও ফলাফলটা বেশ উপভোগ করছি।”
সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খান অভিনয় করছেন এক সাহসী দেশপ্রেমিকের চরিত্রে, যিনি সমাজের দুর্নীতি ও ক্ষমতাসীন সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করেন।
অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমনকে।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটি আগামী বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
মন্তব্য করুন
