

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যমে গত একদিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। ফেসবুকের ট্রেন্ডিং তালিকায় এখনো তার নাম দেখা যাচ্ছে। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে তার সম্পর্ক ও দাম্পত্য জীবনের সাম্প্রতিক খবরই এই আলোচনার মূল কারণ।
জানা গেছে, বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই রোজা আহমেদ ও তাহসান খানের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। বিষয়টি শোবিজ অঙ্গন ও ভক্তদের মধ্যে বিস্ময় তৈরি করেছে। এই খবর প্রকাশের পর থেকেই রোজাকে ঘিরে পুরোনো ছবি ও ভিডিও নতুন করে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এরই মধ্যে ইনস্টাগ্রামে পোস্ট করা রোজার একটি পুরোনো ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে জনপ্রিয় গান ‘রোজা স্বপ্ন যাবে বাড়ি আমার’–এর তালে নাচতে দেখা যায়। সেখানে তার সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
এই ভিডিওটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মূলত এর সময়কালকে ঘিরে। ভিডিওটি ২০২১ সালের ৩০ মে ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছিল। তখনকার রোজার উপস্থিতি ও লুক বর্তমান সময়ের সঙ্গে ভিন্ন হওয়ায় নেটিজেনদের মধ্যে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৪ জানুয়ারি তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোজা আহমেদ। তবে বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা খবর ও ছবি নিয়ে পরে বিভ্রান্তি তৈরি হয়। সেই পরিস্থিতিতে নিজের দাম্পত্য জীবন নিয়ে ব্যাখ্যা দিতে একপর্যায়ে প্রকাশ্যে কথা বলেন তাহসান খান।
ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

