

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের ছোট পর্দার অন্যতম আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। গত বছর তারা বেশ কিছু জনপ্রিয় নাটকে কাজ করেছেন, যা দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসা কুড়িয়েছে। তবে তাদের কাজের সময় একে অপরের সাথে খেলার রসায়ন নিয়ে নানা গুঞ্জনও তৈরি হয়েছে।
সম্প্রতি তারা অংশ নেন রাফসান সাবাবের জনপ্রিয় শো ‘হোয়াট আ শো’-এ। সেখানে আড্ডার এক পর্যায়ে উঠে আসে তাদের কাজ, ব্যক্তিগত জীবন এবং পরস্পরের প্রতি ধারণা।
শো-তে একটি মজার মুহূর্তের ভিডিও দেখানো হয়। এতে দেখা যায়, আরশ খান একটি গাছে বসে আছেন, আর নিচে সুনেরাহ ও অন্যান্য কলাকুশলীরা দাঁড়িয়ে আছেন। সঞ্চালক রাফসানের প্রশ্নে সুনেরাহ হাসিমুখে জানান, এটি ছিল আরশকে “ছোটখাটো শাস্তি” দেওয়ার জন্য। তিনি বলেন, “আমি কাজের সময় খুব কড়াভাবে সময়নিষ্ঠ। যারা শুটিংয়ে আসে, তাদের আগেই উপস্থিত থাকতে হয়। আরশকে আগেই জানিয়েছিলাম, তবুও সে পাঁচ মিনিট দেরি করেছিল। তাই তাকে গাছে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
পাশে বসা আরশ খান মজা করে বলেন, আসলে আমি নিজেকে নায়ক মনে করি না, শুধু একজন অভিনেতা মনে করি।
আরশের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে সুনেরাহ জানান, শুরুতে তিনি আরশকে যতটা হালকাভাবে নিয়েছিলেন, বাস্তবে তাকে ততটাই সিরিয়াস দেখেছেন। সুনেরাহ বলেন, “আমি আশা করিনি কাজের ক্ষেত্রে সে এতই মনোযোগী হবে। ফোনে বা অন্য কিছুর মধ্যে বিভ্রান্ত হয় না, নিয়মিত রিহার্সাল করে এবং সবকিছু গুছিয়ে কাজ করে।
তিনি আরও যোগ করেন, শুরুর দিকে সে ভদ্র ছিল, এখনো কাজের ব্যাপারে সিরিয়াস, তবে মাঝে মাঝে দুষ্টুমি করতে ছাড়ে না।
এদিকে, আরশ-সুনেরাহ জুটি বর্তমানে ছোট পর্দার ভক্তদের মধ্যে শীর্ষ পছন্দের। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসে, যা সঙ্গে সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ছবিটি সুনেরাহ নিজেই শেয়ার করেছিলেন।
সুনেরাহ এই বিষয়টি নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন, আমি ছবিটি হঠাৎ পোস্ট করেছি। কিন্তু কেন সবাই এতো অভিনন্দন জানাচ্ছে, সেটি আমি ঠিক বুঝতে পারছি না।”
মন্তব্য করুন

