

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজাকে ঘিরে বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সৃষ্টি হয় অভূতপূর্ব জনসমাগম। বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন, যা পুরো এলাকাকে এক বিশাল জনসমুদ্রে পরিণত করে।
ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ জানাজার স্থানে আসতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের ঢল বাড়তে থাকে এবং দীর্ঘ সময় ধরে সেই স্রোত অব্যাহত থাকে, যা বিরল এক দৃশ্যের জন্ম দেয়।
এই জানাজায় অংশ নেওয়া মানুষের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ক্ষমতার বাইরে থেকেও যে মানুষের হৃদয়ে গভীর স্থান করে নেওয়া যায়—এই বিপুল জনসমাগম তারই প্রমাণ। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস নসিবের দোয়া করেন।
উল্লেখ্য, বুধবার দুপুর ২টা ৫৮ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ আদায় করা হয়। এই জানাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

