

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন ইউটিউব এবং এর মূল প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। তারা অভিযোগ করেছেন, প্ল্যাটফর্মটিতে তাদের নিয়ে মানহানিকর ডিপফেক ভিডিও ছড়ানো হয়েছে। এ কারণে চার লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন এই তারকা দম্পতি। একই সঙ্গে আদালতের কাছে এসব ভুয়া কনটেন্ট প্রচারের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় উল্লেখ করা হয়েছে, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে শত শত লিঙ্ক ও ভিডিওতে এআই প্রযুক্তি ব্যবহার করে ঐশ্বরিয়া ও অভিষেককে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এসব ভিডিওতে 'অশ্লীল', 'ভয়াবহ' এবং 'সম্পূর্ণ মনগড়া' দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
আদালতে জমা দেওয়া আবেদনে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, অভিষেক বচ্চন হঠাৎ এক অভিনেত্রীকে চুম্বন করছেন কিংবা ঐশ্বরিয়া রাই ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন, এমন ভুয়া ভিডিও।
দম্পতির দাবি, এসব কনটেন্ট শুধু তাদের সামাজিক মর্যাদাকেই ক্ষুণ্ন করছে না, একই সঙ্গে এটি তাদের ব্যক্তিগত গোপনীয়তারও গুরুতর লঙ্ঘন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    