

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নন্দিনী সিএম-এর দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ব্যাঙ্গালুরুতে তার বাসা থেকে পুলিশ তার মৃতদেহ পান।
মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে নিজের মৃত্যুজনিত কারণ উল্লেখ করেছেন এবং পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, নন্দিনী সম্প্রতি 'গৌরী' নামের জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। শুটিং চলাকালীন একটি দৃশ্যে তার চরিত্রকে বিষপান করতে দেখা গিয়েছিল। শুটিং শেষ হয়ে বাসায় ফেরার পর পরই তিনি জীবন শেষের পথ বেছে নেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
চিরকুটে নন্দিনী লিখেছেন, তার মা-বাবা তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন, যদিও তিনি মানসিকভাবে সেই জন্য প্রস্তুত ছিলেন না। পাশাপাশি, তিনি দীর্ঘ সময় ধরে বিষণ্নতায় ভুগছিলেন। পুলিশ এখনো বিষণ্নতার অন্য কারণগুলো নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।
কর্ণাটকের পুত্তুরের বাসিন্দা নন্দিনী কর্ম সংক্রান্ত কারণে ব্যাঙ্গালুরুতে থাকতেন। কন্নড় ও তামিল টেলিভিশন দুনিয়ায় তিনি অত্যন্ত পরিচিত মুখ। 'সংঘর্ষ', 'মধুমাগালু', 'নিনাদে না', এবং 'জিভা হুভাগিদে' ধারাবাহিকগুলোতে অভিনয় করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার আকস্মিক মৃত্যু দক্ষিণ ভারতের বিনোদন জগতে গভীর শোকের সৃষ্টি করেছে।
মন্তব্য করুন
