

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মুম্বাইয়ে একটি সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে মাথায় আঘাত পেলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে নোরা ফাতেহি সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে গাড়িতে করে যাচ্ছিলেন।
এ সময় একটি দ্রুতগতির গাড়ি তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। অভিযোগ রয়েছে, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। সংঘর্ষের ফলে নোরার গাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং তিনি মাথায় আঘাত পান।
দুর্ঘটনার পরপরই নোরাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, গুরুতর কোনো আঘাত না লাগলেও মাথায় চোট পেয়েছেন তিনি। পর্যবেক্ষণে রাখার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।
ঘটনার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নোরা ফাতেহি।
এক পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুরে আমি একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলাম। একজন মদ্যপ চালক আমার গাড়িতে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই শক্ত ছিল যে আমার মাথা গাড়ির জানালার কাচে আঘাত পায়।’
বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমি ভাগ্যবান যে বেঁচে আছি এবং এখন ভালো আছি। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।’
আঘাত পাওয়ার পরও পেশাদারিত্বের পরিচয় দিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী সানবার্ন ফেস্টিভ্যালে ডিজে ডেভিড গেটার সঙ্গে মঞ্চে পারফর্ম করেন নোরা, যা ভক্তদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
এদিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, ‘আমি কখনোই মদ বা নেশাজাতীয় দ্রব্যের পক্ষে নই।
২০২৫ সালের কাছাকাছি এসেও মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে—এটা সত্যিই হতাশাজনক। সবাইকে অনুরোধ, মদ্যপান করে কখনো গাড়ি চালাবেন না।’
মুম্বাই পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত চালককে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

