শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

'লাগান না আপনার যতো লাগে! বাচ্চাদের কিছু তে হাত দিবেন না': পরীমনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
expand
'লাগান না আপনার যতো লাগে! বাচ্চাদের কিছু তে হাত দিবেন না': পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও সোশ্যাল মিডিয়ায় সরাসরি মন্তব্য করে আলোচনায় এসেছেন।

সম্প্রতি এক নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীর সঙ্গে জড়িত বেবি অয়েল সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে তিনি ফেসবুকে নিজের মতামত প্রকাশ করেন।

তিনি একটি পোস্ট শেয়ার করে লিখেন, একজন নারী উদ্যোক্তা এবং ব্যবসায়ী লাইভে এসে নিজেকে বা নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তার বিক্রিত একটি প্রোডাক নিয়ে কথা বলেন। যেটি বেবি অয়েল! উনি বলেছেন “বেবি অয়েল এমন একটা জিনিস যেটা আমরা প্রমোশনই করি না। কিন্তু আমাদের একটা বেবি অয়েল সেক্টর আছে যেটা আমরা একদম শোরুম এর কোনায় রেখেছিলাম। সেটাতে আমাদের যে এক্সপায়ার ডেট লিখা থাকে তেল জাতিও জিনিস হওয়ার কারণে ওই জিনিস টা মুছে গিয়েছিল।

এখন তাদের (মানে ভোক্তা অধিদপ্তর) কথা হচ্ছে যে এখানে এক্সপায়ার্ড ডেট কেন লেখা নাই। বেবি অয়েল টা আমাদের যেটা আমরা তেমন কোনো প্রমোশন করি না। ওটার মধ্যে আমরা ইনভেস্ট ই করি না বলতে গেলে।”

উক্ত ঘটনায় পরিমনি আরও লিখেন, বোন রে, এতো কিছুর মধ্যে আপনি এটাও বললেন যে আপনার শোরুম চালাইতে গেলে আপনার অনেক প্রডাক্ট লাগবে । তো লাগান না আপনার যতো লাগে! কিন্তু এখন থেকে আর বাচ্চাদের কোন কিছু তে হাত দিতে যাবেন না। এগুলো অনেক বেশি সেনসিটিভ।

পরীমনির এই পোস্ট প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত হলেও, কেউ কেউ এটিকে অতিরিক্ত তির্যক মন্তব্য বলেও সমালোচনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X