

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মডেলিংয়ের পাশাপাশি আইন পেশায়ও সক্রিয়ভাবে কাজ করছেন পিয়া জান্নাতুল। এক সময় তিনি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কয়েক বছর আগে সেই সময়কার একটি ভিডিওই রাতারাতি পাল্টে দিয়েছিল তার পরিচিতি।
ভিডিওতে কালো কোট পরা অবস্থায় ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে মুচকি হাসতে দেখা যায় পিয়াকে। মুহূর্তেই দৃশ্যটি ভাইরাল হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই তৈরি হয় অসংখ্য মিম, রিলস এবং কনটেন্ট।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উঠে আসে সেই হাসির প্রসঙ্গ। এসময় পিয়া বলেন, তখন কী কারণে হেসেছিলাম, সেটি আমিও মনে করতে পারি না। কিন্তু সেই হাসি ভাইরাল হওয়ার পর, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে আমি যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, তা ভোগান্তির চেয়ে কম কিছু নয়।
শোবিজ অঙ্গনে আইন পড়া কিংবা আইনের সঙ্গে সম্পৃক্ত অনেকেই থাকলেও আদালতে নিয়মিত প্র্যাকটিস করা খুবই বিরল। ব্যতিক্রমদের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন পিয়া জান্নাতুল।
তবে একটি মুহূর্তের হাসিই যে তাকে এত আলোচনার কেন্দ্রে নিয়ে আসবে এবং একইসঙ্গে বিব্রতকর অবস্থায় ফেলবে-এমনটা তিনি কখনোই ভাবেননি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    