রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় হানিয়া আমির: ভক্তদের মাঝে উচ্ছ্বাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
expand
ঢাকায় হানিয়া আমির: ভক্তদের মাঝে উচ্ছ্বাস

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায় অবস্থান করছেন। টিভি নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় সমানভাবে আলো ছড়ানো এই তারকা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকায় পৌঁছান।

পরদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে ঢাকায় আসার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়া দুটি ছবি শেয়ার করে লোকেশন হিসেবে লিখেছেন "ঢাকা"। সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। তার আগে সানসিল্ক বাংলাদেশের অফিশিয়াল পেজেও তার একটি ভিডিও প্রকাশ করা হয়।

ঢাকায় আগমনের আগে একটি ভিডিও বার্তায় হানিয়া জানিয়েছিলেন তার ভ্রমণের খবর। ফলে ভক্তদের মধ্যে শুরু থেকেই কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি হাজির হয়েছেন ঢাকায়।

জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর রাজধানীর পাঁচতারকা শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া আমির।

এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। আয়োজকদের দাবি, ঢাকায় অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে কিছু মুহূর্ত ভাগ করার সুযোগও তৈরি হবে।

হানিয়া আমির পাকিস্তানি বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। প্রাণবন্ত অভিনয় আর স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্বের কারণে বিশেষ করে তরুণ দর্শকদের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন