

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসছেন। এই সফরের আয়োজন করেছে সানসিল্ক বাংলাদেশ।
হানিয়া আমিরের পর ঢাকায় আসবেন আরও দুই পাকিস্তানি হিপহপ গায়ক, তালহা আনজুম ও তালহা ইউনুস। তারা অক্টোবরের তৃতীয় সপ্তাহে একটি কনসার্টে অংশ নেবেন।
আয়োজকরা জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে অনুষ্ঠানটি হবে ১৭ অক্টোবর, ইউনাইটেড কনভেনশন সেন্টার, ঢাকা। একই সঙ্গে সম্ভবত আরেকজন পাকিস্তানি গায়ক রহিমও অংশ নেবেন।
তালহা আনজুম ও তালহা ইউনুস, যদিও আপন ভাই নন, শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু। স্কুলজীবনে তারা গঠন করেছিলেন ‘ইয়াং স্টানার্স’ নামের ডুয়ো ব্যান্ড। পাকিস্তানের সংগীত অঙ্গনে তারা উর্দু র্যাপের জনপ্রিয়তাকে আরও এগিয়ে নিয়ে গেছেন।
২০১৩ সালে ‘বার্গার-এ-করাচি’ গান দিয়ে তারা পরিচিতি পান। এরপর ‘ম্যালা মজনু’, ‘লাম সাই চৌরা’ সহ আরও কয়েকটি গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন তারা এবং একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও পারফর্ম করেন।
মন্তব্য করুন