শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন  হানিয়া আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির
expand
পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি এবং অবস্থানকালে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া। সম্প্রতি বাজারে এসেছে প্রতিষ্ঠানের নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই তার বাংলাদেশ সফর।

অল্প সময়ের মধ্যেই টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন হানিয়া আমির। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে পেয়েছেন বিপুল দর্শকপ্রিয়তা।

২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস কিংবা চরিত্রভিত্তিক সব ধরনের ভূমিকায় অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। সম্প্রতি ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটান হানিয়া। ছবিটি পাকিস্তানেও সাফল্য পায় এবং এতে নূর চরিত্রে অভিনয় করে তিনি দুই দেশেই প্রশংসিত হন।

বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত, যারা তাকে সরাসরি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে।

হানিয়া আমিরের বাংলাদেশ সফর সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে সানসিল্ক বাংলাদেশের অফিসিয়াল পেজে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন