

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হিসেবে বিজয়ী হয়েছেন সাদিক কায়েম। নির্বাচনের পর তিনি জানিয়েছেন, ভিন্ন মত থাকলেও সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চান।
আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথী বলেন।
“শিক্ষার্থীদের যেসব প্রত্যাশা আছে, সেগুলোই আমাদের লক্ষ্য। আমরা চাই ক্যাম্পাসকে একটি স্বপ্নের জায়গা হিসেবে গড়ে তুলতে।”
নির্বাচনী লড়াইয়ে যারা একসাথে ছিলেন, সবাইকেই তিনি উপদেষ্টা হিসেবে দেখছেন। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানো হবে বলে জানান।
সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের সূচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। এখান থেকেই ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে।
সংবাদ সম্মেলনে সাদিক কায়েম দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করা এক সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানান এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    