শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন

রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির
expand
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা কর্মচারী পূর্ণাঙ্গ শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এই কর্মসূচি করেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, তাদের ঘোষিত শাটডাউন কর্মসূচি সম্পূর্ণ অযৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠীর শিক্ষক দলীয় ব্যানারের আড়ালে এসে রাকসু নির্বাচন ও পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। হাজারো শিক্ষার্থী থাকা সত্ত্বেও তারা দেখিয়েছে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী নেই। শেষ পর্যন্ত নির্বাচন পেছানোর মতো অপরাজনীতিতে তারা সফল হয়েছে।

রাকসু নির্বাচন পিছানোই তাদের আসল উদ্দেশ্য নয়, মূল লক্ষ্য হলো একে পুরোপুরি বানচাল করা। ১৫ সেপ্টেম্বর থেকে ২৮, তারপর ২৫ সেপ্টেম্বর হয়ে এখন ১৬ অক্টোবর এভাবে বারবার তারিখ বদলে তারা সময়ক্ষেপণ করছে। শেষে হয়তো ঘোষণা দেবে, এবছর রাকসু আর সম্ভব নয়। ৩৫ বছর পর নির্বাচন বানচালের এ প্রচেষ্টা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফরসাল বলেন, ক্যাম্পাসের যে অচল অবস্থা তৈরি হয়েছে তা পরিকল্পিতভাবে করা হচ্ছে। নির্দিষ্ট একটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনকে তিন তিনবার পেছানো হয়েছে।

এসময় শাখা ছাত্রশিবিরের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ২১ তারিখ টানা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষক- কর্মচারীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন