

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে তারিখ পরিবর্তন ও নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন পরিকল্পিতভাবে ব্যাহত করা হচ্ছে।
তাদের দাবি, নির্বাচনী প্রচারণা শেষ পর্যায়ে এসে প্রশাসন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অজুহাত দেখিয়ে বারবার তারিখ পরিবর্তন করছে, যা একটি বিশেষ দলের স্বার্থ রক্ষার কৌশল।
শিবির নেতারা জানান, এর আগে তিনবার তারিখ পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে ১৬ অক্টোবর করা হয়েছে।
তাদের অভিযোগ, শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিয়ে আসছে, ফলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
তারা আরও বলেন, কোনো কোনো প্যানেল নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় নানা অপচেষ্টা চালাচ্ছে এবং তারিখ পরিবর্তনে তাদের আনন্দই তা প্রমাণ করে। এতে শিক্ষার্থীদের সময়, শ্রম ও অর্থ অপচয় হচ্ছে।
বিবৃতিতে শিবির নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করবে এবং দলীয় প্রভাবমুক্ত একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলবে।
মন্তব্য করুন
