শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ৪: বিএনপির প্রার্থীর আবেদন নামঞ্জুর, প্রার্থিতা বহাল হাসনাত আব্দুল্লাহর

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
মঞ্জুরুল আহসান মুন্সী-হাসনাত আব্দুল্লাহ
expand
মঞ্জুরুল আহসান মুন্সী-হাসনাত আব্দুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে, কুমিল্লা ৪ আসনের এনসিপি প্রার্থী হিসেবে বহাল রইলেন হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অষ্টম দিনের মতো চলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেয় ইসি।

সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন রয়েছে আপিল শুনানি বোর্ডে। এর আগে, একই আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন।

উভয় পক্ষের বক্তব্য শুনে ইসি সিদ্ধান্তের কথা জানায়। এসময় হাসনাত আবদুল্লাহসহ দুই পক্ষের আইনজীবীই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X