বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সবাইকে দেখেছি, এবার জামায়াতকে দেখব’ এই বক্তব্যের নেপথ্য তুলে ধরলেন ছাত্রদল নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম
ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম
expand
ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম

নির্বাচনের আর এক মাসেরও কম সময় বাকি থাকতেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সংগঠিত ও বিভ্রান্তিমূলক প্রচারণার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম।

তার দাবি, নিম্ন আয়ের মানুষের আর্থিক দুরবস্থাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে।

সম্প্রতি একটি পডকাস্টে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক হামিম।

তিনি বলেন, বিষয়টি প্রথম তার নজরে আসে খুলনায় অবস্থানকালে। তার ভাষ্য অনুযায়ী, খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এলাকায় বেশ জনপ্রিয় হলেও সেখানে এক ভ্যানচালকের মুখে ভিন্ন কথা শোনেন তিনি।

হামিম জানান, ওই ভ্যানচালক জামায়াতের প্রার্থীর নাম পর্যন্ত জানতেন না, তবুও তাকে বলতে শোনা যায়-‘সবাইকে তো দেখলাম, এবার একটু জামায়াতকে দেখব।’

বিষয়টি তাকে বিস্মিত করে তোলে। কারণ হিসেবে তিনি বলেন, এলাকায় বিএনপির প্রার্থীর শক্ত অবস্থান থাকা সত্ত্বেও এমন মন্তব্য কেন শোনা যাচ্ছে, তা নিয়ে তিনি ভাবতে শুরু করেন। পরে চায়ের দোকানসহ বিভিন্ন জায়গায় একই ধরনের কথা শোনা যায় বলে জানান তিনি।

ঘটনাটির পেছনের কারণ আরও স্পষ্ট হয় ঢাকায় ফেরার পর।

হামিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে তিনি খুলনার কয়রা এলাকার এক রিকশাচালকের সঙ্গে কথা বলেন, যিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ওই রিকশাচালক তাকে জানান, সম্প্রতি তার রিকশায় ওঠা এক ব্যক্তি অতিরিক্ত অর্থের প্রলোভন দেখিয়ে একটি নির্দিষ্ট বার্তা প্রচারের অনুরোধ করেন।

হামিমের বর্ণনায়, রিকশাচালক জানান- তার দৈনিক আয় ও ভাড়ার পরিমাণ জানতে চাওয়ার পর ওই ব্যক্তি আরও ৫০০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। শর্ত ছিল, যাত্রীদের বলতে হবে- ‘সবাইকে তো একবার দেখেছি, এবার জামায়াতকে দেখা যাক।’ হামিম বলেন, এখান থেকেই তিনি বিষয়টিকে সংগঠিত ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হিসেবে বুঝতে পারেন।

তিনি আরও জানান, ওই রিকশাচালককে জানানো হয়- ছদ্মবেশে কিছু লোক রিকশায় উঠে বিষয়টি যাচাই করবে এবং কাজ শেষে রাতে অর্থ দেওয়া হবে।

নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের দুরবস্থাকে ব্যবহার করে এ ধরনের প্রচারণাকে প্রতারণামূলক আখ্যা দিয়ে হামিম বলেন, দিনমজুর ও শ্রমজীবী শ্রেণির মানুষের দারিদ্র্যকে পুঁজি করেই এ ধরনের সংঘবদ্ধ প্রচার চালানো হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X