বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক: সিইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
expand
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের একমাত্র পথ আইনের শাসন নিশ্চিত করা- এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ব্যর্থতার অপবাদ দেওয়া হচ্ছে, তা থেকে মুক্ত হতে হলে সঠিক ও সুন্দর নির্বাচন করে প্রমাণ দিতে হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর সামষ্টিকভাবে দোষারোপ করা হচ্ছে যে তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং নির্বাচন ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক ও সুন্দর নির্বাচন করতে পারি। এটি একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা যারা মাঠে আছেন, তারা অবশ্যই আইনের শাসন নিশ্চিত করবেন। আমাদের ওপর একটি জাতীয় দায়িত্ব এসে পড়েছে। এটি যেমন প্রশাসনিক দায়িত্ব, তেমনি সাংবিধানিক দায়িত্বও।

তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায়ী থাকতে হবে।

সিইসি নাসির উদ্দিন বলেন, এই দেশ আমাদের সবার। দেশকে সঠিক অবস্থায় রেখে যাওয়া আমাদের দায়িত্ব। এখানে আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই।

নির্বাচন ব্যবস্থার স্থায়িত্ব বজায় রাখার দায়িত্ব মাঠ প্রশাসনের ওপর উল্লেখ করে তিনি বলেন, আপনারা ভালোভাবে কাজ করলে আমি নিশ্চিন্ত থাকি। আমাকে খুশি করার দরকার নেই, আপনারা আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই মিলে দায়িত্বশীলভাবে কাজ করলে কোনো ধরনের বিচ্যুতি ঘটবে না। নির্বাচন কমিশন এ ক্ষেত্রে মাঠ প্রশাসনের পাশে থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X