রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লার প্রার্থিতা, সাদিক কায়েম যা বললেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
মো. আবু সাদিকের (সাদিক কায়েম)
expand
মো. আবু সাদিকের (সাদিক কায়েম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে দাঁড়ানোর গুঞ্জন উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. আবু সাদিকের (সাদিক কায়েম)।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ডাকসুর এই ভিপি জানান, ‘আমি এখনও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংগঠনে আছি। সংগঠন থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

আজ শনিবার (৬ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান।

প্রার্থীতার গুঞ্জনের বিষয়ে সাদিক কায়েম বলেন, কনফার্ম না।

এদিকে প্রার্থীতার গুঞ্জন ওঠার পর একই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি জানিয়েছেন, ঢাকা-৮ আসনে সাদিক কায়েম নির্বাচন করলে তার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে।

আজ রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে ওসমান হাদি বলেন, সাদিক কায়েম আমার ভাই।

তিনি ঢাকা-৮ এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো। সাদিকের জন্য অনেক দোয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X