

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ক্যাফেটেরিয়ায় খাবারের মধ্যে আবারও বড় ধরণের পোকা পাওয়া গেছে। বার বার বলার পর মালিকপক্ষ কোনো পরিবর্তন আনতে পারছে না।
গত বছর ৫ আগস্টের পর ক্যাফেটেরিয়ায় কোনো শিক্ষার্থী ফাও খাবার খাই না বলে জানান ভিপি নিজে। এর পর কেনো পরিবর্তন হচ্ছে না।
গতকাল শুক্রবার এক শিক্ষার্থী সকালে নাস্তার করার সময় এই পোকা পায়। তার ওই শিক্ষার্থী ভমি করতে করতে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে হলের ভিপি সেখানে উপস্থিত হন।
জানা যায় মূল মালিক তাবলিগে গেছে। তখন মালিকের ভাই আসেন। তিনি জানান কারওয়ান বাজার থেকে ৪০ টাকা দরে বেগুন কিনছেন।
এরকম নানা অব্যবস্থাপনার অভিযোগে নবনির্বাচিত হল সংসদ ভিপি আজিজুল হকের তোপের মুখে পড়েছেন ক্যাফেটেরিয়া ম্যানেজার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এভাবে চলতে পারে না।
আর আগে খাবারের মান উন্নয়নসহ পরিস্থিতি পরিবর্তন করার জন্য ম্যানেজারকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন ভিপি আজিজুল হক। তা না হলে ১৫ দিন পর ক্যাফেটেরিয়ার দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি রাখার কথা বলেছেন তিনি।
ভিপি বলেন, ‘আপনারা তিনটি কারণ বলেন, কেন আপনাদের রাখব?’ এখন কেউ ফাও খায় না, টাকা কম দেয় না, তাহলে খাবারের মান কেন ভালো হবে না, সেই প্রশ্ন তোলেন তিনি।
মন্তব্য করুন

