

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিতিতে এ ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনই আমাদের অগ্রাধিকার। আমরা এই মেশিন অনেক আগেই প্রস্তুত করে রেখেছি। ডাকসুর আচরণবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কায় আমরা এতদিন তা স্থাপন করিনি।
তিনি আরও বলেন, আমরা ছাত্ররাজনীতির আমূল পরিবর্তন চাই। আমরা শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চাই। এর আগেও আমরা শিক্ষার্থীদের স্বার্থে প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করেছি। এভাবে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. মহিউদ্দিন খান বলেন, আমরা আমাদের সক্ষমতার আলোকে শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। আমাদের স্বল্প সক্ষমতায় এই ভেন্ডিং মেশিন দিচ্ছি। আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে গেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে পাশে থাকতে আমরা সদা প্রস্তুত।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করে ছাত্রশিবির। সেগুলো হলো—কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ডাকসু ক্যাফেটেরিয়া ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)।
মন্তব্য করুন
