

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী সাদিক কায়েম। নির্বাচনে তিনি মোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন।
ভিপি পদে তিনি সবচেয়ে কম ভোট পেয়েছেন জগন্নাথ হলে; সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রোকেয়া হলে।
ফলাফলে দেখা যায়, জগন্নাথ হলে সাদিক কায়েমের প্রাপ্ত ভোটের সংখ্যা সবচেয়ে কম, মাত্র ১০ ভোট; অন্যদিকে তিনি সবচেয়ে বেশি ১ হাজার ৪৭২ ভোট পেয়েছেন রোকেয়া হলে।
এছাড়া, সাদিক কায়েম কবি জসীম উদ্দীন হলে ৬৪৭, অমর একুশে হলে ৬৪৪, স্যার এ এফ রহমান হলে ৬০২, বিজয় একাত্তর হলে ৯৯১, ফজলুল হক মুসলিম হলে ৮৪১, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬৩৩, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৯৬৬, সলিমুল্লাহ মুসলিম হলে ৩০৩, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৮৪২, মাস্টারদা সূর্য সেন হলে ৭৬৯, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮৯৬ ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৬৭৪ ভোট।
মেয়েদের অন্য হল গুলোর মধ্যে তিনি শামসুন নাহার হলে ১ হাজার ১১৪ ভোট, সুফিয়া কামাল হলে ১ হাজার ২৭০ ভোট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৬২৬ ভোট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৭৪২ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে নব নির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ‘ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙক্ষার বিজয় হয়েছে, শহীদদের বিজয় হয়েছে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কাছে আমানত রেখেছে, সেটি রক্ষা করা হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ডাকসুর ভিপি হিসেবে পরিচিত হতে চাই না। আমি কাম্পাসের বোনদের একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই, আমি ক্যাম্পাসের ছোট ভাইদের একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই, বড় ভাইদের স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে চাই। একজন বন্ধুর বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই। শিক্ষকদের ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আগেও যেভাবে দেখেছেন। এখনও সেভাবেই পাবেন। শিক্ষার্থীদের যেকোনও সমস্যায় পাশে থাকব।’
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    