শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কবে দায়িত্ব নিচ্ছেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা? 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম
expand
কবে দায়িত্ব নিচ্ছেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা? 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেশিরভাগ পদেই জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টির ২৩টি পদেই বিজয়ী হয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, তারা আগামীকাল রবিবার অথবা সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আগামীকাল (রবিবার) অথবা পরশুদিন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিতে পারেন। ইতিমধ্যে নির্বাচিতদের চিঠি পাঠানোসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজই তারিখ চূড়ান্ত করা হতে পারে।’

ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন। এ প্যানেলের বাইরে বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন।

জানা গেছে, প্রকাশিত ফলাফলের পর উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভার জন্য তাদের আমন্ত্রণ জানাবেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বা সোমবার (১৫ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হবে। এ সভার মধ্য দিয়েই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন