

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংস্কৃতিক প্রতিষ্ঠান 'মুসান্নিফ'-এর সার্বিক পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর পায়রা চত্বরে চার দিনব্যাপী শীতকালীন ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ই নভেম্বর) 'মুসান্নিফ' কর্তৃপক্ষ এবং বিভিন্ন প্রকাশনির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বইমেলার উদ্বোধন করেন। এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মাহদিউল আলম এনপিবি নিউজ কে বলেন "ইসলামী সাহিত্যের মাধ্যমে আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া যায়। বই মুসলিম ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে। এই মেলা ইসলামী সাহিত্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে"
তিনি পাঠকদের উদ্দেশে আরও বলেন, "এই মেলা আমাদের সবার, ইসলামী সাহিত্যের ও সুস্থ মানসিকতার বিকাশের মেলা,তাই বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন"
সরেজমিনে উপস্থিত থেকে শীতকালীন এই ইসলামী বইমেলায় ঢাবি শিক্ষার্থী সহ আশপাশের বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশাপাশি রাজধানী ঢাকায় অবস্থানরত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত জ্ঞানসন্ধিৎসু পাঠক শ্রেণীরও উপস্থিতি উল্লেখযোগ্য ছিলো।
মেলায় উপস্থিত বেশ কয়েকটি প্রকাশনির স্টল পরিদর্শন করে দেখা যায় সেখানে দেশি-বিদেশি বিভিন্ন লেখকের ইসলাম, ইসলামের ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও মৌলিক বিধিবিধান বিষয়ক বইয়ের এক বিশাল সংগ্রহশালা।
আয়োজনের সার্বিক বিষয় এবং শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে 'চেতনা' পাবলিকেশনের দোকানি জানান,"বইমেলার প্রথম দিন হিসাবে আজকে পাঠকদের আশানুরূপ উপস্থিতি লক্ষ্য করা গেছে,তবে দুপুরের পর থেকে আনুপাতিক হারে পাঠকদের উপস্থিতি বাড়তে থাকে"।
এ প্রসঙ্গে ঢাবি শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ইসলাম ও ইসলামী মূল্যবোধকে হৃদয়ে লালন করা পাশাপাশি ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতির সম্পর্কে বাস্তববিক জ্ঞান অর্জন করা। জ্ঞান অনুসন্ধিতসু সকল পাঠককে বইমেলার শুভেচ্ছা জানাচ্ছি নতুন বই কিনুন,বই পড়ুন, দ্বীন বুঝুন আর বইয়ের মাধ্যমে ইসলামী মূল্যবোধকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিন
উল্লেখ্য, মুসান্নিফ গ্রুপ বাংলাদেশের একটি বহুমুখী ব্যবসায়িক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যা শিক্ষা-প্রকাশনা থেকে শুরু করে প্রযুক্তি ও কৃষি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। তাছাড়া এটি প্রকাশনা, প্রিন্টিং, আইটি, রিয়েল এস্টেট, আমদানি-রপ্তানি এবং কৃষি খাতে কাজ করে।
মন্তব্য করুন