রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ 

জবি প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। 
expand
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। 

স্কাউট আন্দোলনের মাধ্যমে মানবকল্যাণে সাহসী ও গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের অধিভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মোস্তাফিজুর রহমান বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়-বাদল, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই সম্মাননা অর্জন করেন।

বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত ‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ মূলত ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রাপ্ত স্কাউটার ও রোভার স্কাউটারদের মধ্য থেকে আরও উচ্চমানের ও ধারাবাহিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান এর আগেও ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ এবং বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মোস্তাফিজ বলেন, “এই সম্মাননা ভবিষ্যতে মানবসেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে আমাকে অনুপ্রেরণা জোগাবে। সেবার মহান ব্রত ধারণ করে আগামীতেও সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “এই অর্জন এককভাবে আমার নয়; এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্মিলিত সাফল্য।”

এ সময় তিনি গ্রুপের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেন।

জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মিন্টু আলী বিশ্বাস বলেন, “মোস্তাফিজ অত্যন্ত মেধাবী একজন রোভার। পড়াশোনা, রোভারিং ও সাংস্কৃতিক অঙ্গনে সে সমানভাবে পারদর্শী। এর আগেও সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আরও দুটি অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং জাতীয় পর্যায়ে বহু পুরস্কার পেয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করেছে। তার এই সাফল্য আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X