শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ফিরল পোষ্য কোটা, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
expand
পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির পুত্র-কন্যাদের শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্য কোটা) ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়।

উপাচার্যের দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন এই সভায় সভাপতিত্ব করেন।

প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির শর্তসমূহ হচ্ছে– ১. কেবলমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের ঔরসজাত/গর্ভজাত সন্তান এই ভর্তির সুযোগ পাবে; ২. ভর্তির প্রাথমিক আবেদনের জন্য বিজ্ঞাপিত যোগ্যতা এবং শর্ত এক্ষেত্রেও প্রযোজ্য হবে; ৩. মেধার ভিত্তিতে ভর্তির জন্য নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত হিসেবে এ প্রক্রিয়ায় ভর্তির বিষয়টি বিবেচনা করা হবে; ৪. ভর্তির ক্ষেত্রে প্রাপ্ত নম্বর বিবেচনা করে মেধা অনুসরণ করা হবে; ৫. ভর্তির আবেদন বিবেচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের নির্ধারিত শর্তাবলীসহ অবশ্যই ন্যূনতম পাস নম্বর থাকতে হবে; ৬. কোন বিভাগে ২ জনের অধিক ভর্তির সুযোগ থাকবে না; ৭. কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির সন্তানকে তার কর্মরত বিভাগে ভর্তি করানো যাবে না; ৮. এ সুবিধার আওতায় নিজেদের মধ্যে ‘অটো মাইগ্রেশন’ ছাড়া শিক্ষার্থীর বিভাগ পরিবর্তনের অন্য কোনো সুযোগ থাকবে না; ৯. ভর্তির ক্ষেত্রে এবং পরবর্তীতে কোনো অভিভাবকের অনিয়মের আশ্রয় নেয়ার বিষয় প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অঙ্গিকারনামায় উল্লেখ করতে হবে; ১০. এ সুবিধার আওতায় ভর্তি হওয়া শিক্ষার্থী কোনোভাবেই আবাসিক হলে সিটের জন্য আবেদন করার সুযোগ পাবেনা।

এমন খবর সামাজিক যোগাযোগ মধ্যে প্রচার হওয়ার সাথে সাথেই বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ও শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। তাদের সাথে আন্দোলনের অংশগ্রহণ করেন শাখা ছাত্রদলসহ ক্যাম্পাসের একাধিক রাজনৈতিক, সামাজিক সংগঠনের কর্মীরা এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

এসময় তারা, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, পোষ্য কোটার কবর দে’, ‘কোটা না মেধা মেধা, মেধা মেধা’, ২৪ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, এটা একটা মিমাংসা বিষয়। প্রশাসন রাকসু বানচাল করার জন্য এমন উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X