শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাকসুতে নির্বাচন করছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
ছবি : সাদিক কায়েম ও আবু আয়াজ (সংগৃহীত)
expand
ছবি : সাদিক কায়েম ও আবু আয়াজ (সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তবে কোন পদে নির্বাচন করবেন, কিংবা আদৌ নির্বাচন করবেন কিনা, তা নিশ্চিত করছে সাংগঠনিক সিদ্ধান্তের ওপর।

আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন ক্রয়ের বিষয়টি নিশ্চিত করে আবু আয়াজ বলেন, সোহরাওয়ার্দী হল সংসদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম নিয়েছি। তবে নির্বাচন করব কিনা, সেটা সাংগঠনিক সিদ্ধান্ত।

শাখা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ গণমাধ্যমকে বলেন, সবগুলো হলে দলীয় নেতাকর্মীরা নির্বাচন করবেন। তবে আমাদের কোনো আনুষ্ঠানিক প্যানেল থাকবে না। আর এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা জানানো হবে।

আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। গত রবিবার মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ২১ সেপ্টেম্বর প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন