

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দীর্ঘ সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছে প্রচারণা চালাচ্ছেন। ভিপি, জিএসসহ অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এ পর্যন্ত কোনো প্যানেল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ করেনি।
নির্বাচনের আগে বেশ কয়েকটি প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে শুরু করেছে। “সর্বজনীন শিক্ষার্থী সংসদ” আজ দুপুরে তাদের ইশতেহার প্রকাশ করবে।
এবারের নির্বাচনে ১১টি প্যানেল অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে- ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্রদল মনোনীত প্যানেল, ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’, ‘ইউনাইটেড ফর রাইটস’ এবং ‘ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’।
নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন সরগরম।
রাকসুতে ২৩ পদের জন্য মোট ২৪৮ জন প্রার্থী নাম লিখিয়েছেন, যার মধ্যে ২৫ জন নারী। এছাড়া সিনেট ছাত্রপ্রতিনিধির ৫টি পদের জন্য ৫৮ জন প্রার্থী রয়েছেন, যার মধ্যে মাত্র ৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।
মন্তব্য করুন
