

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি খাবার হোটেল (বাঙালি হোটেল) থেকে গাঁজা জব্দ করা হয়। পরে প্রক্টোরিয়াল টিম আসার খবর পেয়ে তারা হোটেল থেকে পালিয়ে যায়। তারপর থেকে বাঙ্গালী হোটেলের কারোও খোঁজ পাওয়া যাচ্ছে না।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার বাঙ্গালী হোটেলে এই ঘটনা ঘটে।
প্রক্টোরিয়াল টিম থেকে জানা যায়, বাঙ্গালী হোটেলর রান্নাঘরে বসে বাঙ্গালি হোটেল এর বাবুর্চি নবী, কামালউদ্দীন হলের ক্যান্টিনের বাবুর্চি ইসমাইল এবং একজন অজ্ঞাত মোট ৩ জন বসে গাঁজা সেবন করে। প্রক্টোরিয়াল টিমের আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়।
জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিব বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। ক্যাম্পাসে মাদকের ব্যাপকতা কমাতে জাকসু, প্রশাসনকে সহযোগিতা করছে। আজকে বটতলার বাঙ্গালি হোটেলে মাদকসেবনকালে তিনজনকে হাতেনাতে ধরা হলে, তারা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, "প্রক্টরিয়াল বডি গাঁজা জব্দ করে। সে দোকান গাঁজা সেবন ও বিক্রির কেন্দ্রস্থল, প্রশাসন দোকানের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নিবে"
মন্তব্য করুন