

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাকসু নির্বাচন প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, ‘হারলেই খেলা ভালো হয়নি, এমন অ্যাটিচিউডের (মনোভাব) থেকে বাজে অ্যাটিচিউড দুনিয়াতে আর একটাও নেই।’
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. সালেহ হাসান নকীব বলেন, প্রায় ৩৫ বছর পর আমরা রাকসু নির্বাচন নিয়ে কাজ করছি। এ পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না। বিভিন্ন দাবিদাওয়া, বাধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা আজকের অবস্থানে এসেছি। সবার সহযোগিতা পেলে আগামী ২৫ সেপ্টেম্বর সুন্দর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
তিনি বলেন, আমাদের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা।
তিনি আরও বলেন, এ নির্বাচনে কে জিতবে বা হারবে, তা আমাদের দেখার বিষয় নয়। আমরা চাই, শিক্ষার্থীরা যেন নির্ভয়ে তাদের মতপ্রকাশ করতে পারে এবং ভোট দিতে পারে।
প্রার্থীদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘প্রার্থী ও তাদের টিমের কাছে আমার একটাই অনুরোধ, নির্বাচনের আচরণবিধিগুলো তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে। সবাই একটা জিনিস মনে রাখবেন যে, জিততে গেলে হারতে শিখতে হয়। যিনি হেরে গেলেন তিনি এটা-সেটা বলে পরিবেশ নষ্ট করাটা আমাদের একটি জাতীয় প্রবণতা। হারলেই খেলা ভালো হয়নি, এমন অ্যাটিচিউডের থেকে বাজে অ্যাটিচিউড দুনিয়াতে আর একটাও নেই। আমি আশা করছি, আমাদের শিক্ষার্থীরা এমন অ্যাটিচিউড নিয়ে থাকবে না।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান। প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন ও অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান। সেমিনারে শতাধিক শিক্ষার্থী ও প্রার্থীরা অংশ নেন।
মন্তব্য করুন

