শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা: সিসিটিভি ফুটেজে মিলল হামলার মুহূর্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম
expand
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা: সিসিটিভি ফুটেজে মিলল হামলার মুহূর্ত

রাজধানীতে আবারও গুলির ঘটনায় প্রাণ গেল স্বেচ্ছাসেবক দলের এক নেতার। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনার পরপরই হামলাকারীদের পালিয়ে যাওয়ার সিসিটিভি ভিডিও ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে।

ফুটেজে দেখা যায়, গুলির ঘটনার পর আতঙ্কিত অবস্থায় একাধিক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে বসুন্ধরা সিটি মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকার স্টার হোটেলের সামনে এ গুলির ঘটনা ঘটে।

হামলায় আজিজুর রহমান মুসাব্বির ছাড়াও আবু সুফিয়ান নামে আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। আহত সুফিয়ানকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এর মধ্যে কয়েকটি গুলি তার পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলির ঘটনায় দুজন আহত হন। এর মধ্যে আজিজুর রহমান মুসাব্বির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, বসুন্ধরা মার্কেটের পেছনের এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা এই হামলা চালায়। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X